Php Website
দেখে নিন কিভাবে Database বানাতে হয়

হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা Database বানাতে হয়।
Php Website বানাতে হলে সর্বপ্রথম একটা Database বানাতে হয়।সাইটে Script Upload করে সেই Script কনফিগার করার জন্য এই Database টা কাজে লাগে।কাজটা আমি খুব সহজ ভাবে স্ক্রিনশট সহ বুঝিয়ে দেবো,তাই পুরোটা পোস্ট মনোযোগ দিয়ে পড়বেন।তাহলে চলুন আমরা কাজ শুরু করি।
প্রথমে আপনার cPanel লগিন করুন, তারপর একটু নিচের দিকে স্ক্রল করে গেলে একটা অপশন দেখতে পাবেন MySQL® Database Wizard, এটাতে ক্লিক করুন।


Database নাম দিয়ে Next Step ক্লিক করুন এরপর একটা পেইজ আসবে, এখানে আপনার Database এর জন্য একটা User Create করতে হবে, প্রথমে User দেন, আপনি ইচ্ছা করলে Database এর যে নাম দিয়েছিলেন সেই একই নাম User এ দিতে পারবেন বা অন্য নামও দিতে পারবেন, এতে কোন সমস্যা নেই।আমি Database নাম এবং User একই দিলাম।নিচের বক্সে আপনি একটা পাসওয়ার্ড দিন,এটা হলো আপনার Database পাসওয়ার্ড। তাই পাসওয়ার্ড মনে রাখবেন,এই পাসওয়ার্ড সাইট তৈরি করতে গেলে প্রয়োজন হবে।



Post a Comment
0 Comments