How To Open Link in New Tab html
পোস্টের ভিতরে কিভাবে এমন লিংক দিবেন যা New Tab এ ওপেন হবে?

হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পোস্টের ভিতরে এমন লিংক দিবেন যাতে ক্লিক করলে সেই লিংকটা নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং আগের ট্যাবটি আপনার সাইটেই থাকবে। আমরা যখন কোন পোস্ট করি তখন ভিজিটরদের বিভিন্ন কিছু বুঝাতে বিভিন্ন লিংক পোস্টে দেওয়া লাগে অথবা যখন কোন ডাউনলোড লিংক দেই তখন ও এই নতুন ট্যাবের লিংকটা দিলে ভালো হয়,কারন ভিজিটর যখন নতুন ট্যাবে লিংকটা ওপেন করবে তখন সে আপনার সাইটেও রয়ে গেলো। কিন্তু যদি একই ট্যাবে লিংকটা ওপেন করে তবে সে আপনার সাইট ছেড়ে সেই লিংকে চলে গেলো।
আমি নিচে দুইটা লিংক দিলাম একটা হলো Current Tab এবং আরেকটা New Tab এ ওপেন হবে,আপনি ইচ্ছা করলে ক্লিক করে পরীক্ষা করে নিতে পারেন। তবে এইটা সব ব্রাউজারে সাপোর্ট করে না। যেমনঃ Opera Mini, Uc Mini এরকম ব্রাউজার গুলো সাপোর্ট নাও করতে পারে।
দেখলেন তো? একটা লিংক একই ট্যাবে ওপেন হলো এবং অন্যটা হলো নতুন ট্যাবে, তাহলে চলুন দেখে নিই কিভাবে এটা করবেন। আমরা সাধারণত লিংক দেওয়ার সময় নিচের মত দিয়ে থাকি।
<a href="http://www.google.com">Current Tab</a>
এভাবে দিলে একই ট্যাবে লিংক ওপেন হবে, নতুন ট্যাবে লিংক ওপেন করার জন্য নিচের মত লিংক দিতে হবে।
<a href="http://www.google.com" target="_blank">New Tab</a>
এখানে আমরা শুধু
target="_blank"
এটা সংযোগ করবো তাহলেই নতুন ট্যাবে লিংক ওপেন হবে।আশা করি বুঝতে পেরেছেন, তবুও যদি কোনকিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করুন এবং এরকম আরো পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।
Post a Comment
1 Comments
Check This Out:
ReplyDeleteThugsofBD.com - Know For Sharing | Bangladeshi Tech Forum and Community.
Check This Out:
How Secure is The Tor Browser