2nd time xiclassadmission
২য় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করার সম্পূর্ণ নিয়ম

গত ১৮ তারিখ থেকে ২য় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভতি আবেদন করা কাজ শুরু হয়েছে।
যারা ১ম পর্যায়ে কোনো কলেজে মনোহীত হনি বা হয়েছে কিন্তু সে কলেজে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করছেন না তারা আমার পূনরাই আবার আবেদক করতে পারবেন (সিলেকশন ফি না দিয়ে থাকেন তা হলে)
দ্বিতীয় পর্যায়ে তালিকায় থাকা শিক্ষার্থীরা ২২-২৩ জুন সিলেকশন নিশ্চয়ন করতে হবে।…রেজাল্ট বের হবে ২১-২২ জুন
তো দেখে নিয়া যাক কি ভাবে কি করবেন।
প্রথমে আপনাকে ১৫০ টাকা ফি দিয়ে অনলাইনে আনবেন করতে হবে।
আছ কাল সবার বিকাশ একাউন্ট আছে। তাই দেখে নিন কি ভাবে বিকাশ অ্যাপ দিয়ে ফি প্রদান করার নিয়ম
প্রথমে বিকাশ অ্যাপ ঢুকেন।
তার পর পে-বিল সিলেক্ট করেন।

তার পর XI Class admisson সিলেক্ট করেন।

পেমেন্ট কোড হচ্ছে বোর্ডের ৩ টি অক্ষর, পাশের সন, রোল নম্বর (কোন স্পেস হবে না) (উদাহরণঃ COM2018657579) তার পর একটা কন্টাক্ট নাম্বার দিয়ে এরো চিহ্নতে ক্লিক করেন।

এরপর আপনার নাম,ঠিকানা সব ঠিকআছে কিনা তা ভালোভাবে দেখে নিয়ে এরো চিহ্নে ক্লিক করুন।

এবার আপনার বিকাশ এর পিন নম্বর দিয়ে এরো চিহ্নে ক্লিক করুন।

পেমেন্ট করার ৫-১০ মিনিট পর www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর Apply Now তে ক্লিক করুন।

এবার আপনার SSC রোল নং,আপনার SSC বোর্ড,পাশের সন, রেজিষ্ট্রেশন নম্বর এবং Verification Code টা দিয়ে Next বাটনে ক্লিক করুন..

এবার পেমেন্ট করার সময় কন্টাক্ট নম্বর হিসেবে যেই নম্বরটা দিয়েছিলেন ওটা দুইবার দিয়ে Next এ ক্লিক করুন।

এবার চলে এলো কলেজ বাছাই করার ফর্ম।
সর্বনিম্ন ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০টি কলেজ বাছাই করতে হবে।
১। আপনি যে কলেজে পড়তে চান সে
কলেজের বোর্ড সিলেক্ট করুন
২। জেলা বাছাই করুন
৩। থানা বাছাই করুন
৪। আপনার পছন্দের কলেজটি বাছাই করুন।
৫। শিফ্ট পছন্দ করুন
৬। বাংলা বা ইংরেজি ভার্সন বাছাই করুন
৭। যে গ্রপে পড়তে চান।
৮। যদি আপনার কোন কোটা থাকে
(মুক্তিযোদ্ধা/শিক্ষা/প্রবাসী)
৯। গভর্নিং বডি কোটা (যদি থাকে)
এবার Add This College বাটনে ক্লিক করে কলেজটি পছন্দ তালিকায় যুক্ত করুন। আপনি তিনটি গ্রপে (ব্যবসায়/মানবিক/বিজ্ঞান) একটি কলেজকে তিনবার যুক্ত করতে পারবেন।

তারপর Submit Application এ ক্লিক করুন।

তারপর আপনি চাইলে Print Version বাটনে ক্লিক করে এটা প্রিন্ট করে নিতে পারেন।

তো বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন অথবা আমাদের Facebook Page এ মেসেজ করুন।
2nd time xiclassadmission
Education Zone
how to xi admission
xi admission
xi class admission
একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন
Post a Comment
0 Comments