Responsive Ad

২৫০ এরও বেশি চ্যানেল দেখুন শুধু মাত্র একটি সফ্টওয়্যার দিয়ে


আমরা সবাই কমবেশ টেলিভিশন দেখি,তবে মাঝেমাঝে আমাদের মোবাইল এ টেলিভিশন দেখার প্রয়োজন হয়। আবার অনেক সময় ডিস লাইনে সমস্যা থাকে বা বিদ্যুৎ থাকে না। তাছাড়া ধরুন আপনাকে কোথায় যেতে হবে এবং আপনাকে অবেক্ষণ যার্নি করতে হবে আর আপনি আপনার পছন্দের দলের ক্রিকেট ম্যাচটা মিস করতে চান না তাই মোবাইল এ যদি একটা TV App থাকে তবে আর কোন সমস্যা হয়না। তাছাড়া যাদের ঘরে টিভি নেই তারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে টিভি দেখতে পারবেন। প্লে স্টোরে টিভি দেখার জন্ম হাজার হাজার এপ আছে, কিন্তু এর মধ্যে বেশির ভাগই কাজ করেনা বা সব চ্যানেল থাকেনা তারপর আছে বিরক্তিকর এড এর ঝামেলা। তো আজকে আমি যে অ্যাপটি নিয়ে এসেছি এটাতে ২৫০ এরও বেশি চ্যানেল আছে, এড কম আশে। আর আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি আপনার মনের মত এই অ্যাপটা, এটাতে দেশি বিদেশি প্রায় সব চ্যানেল আছে।
বাংলাদেশ,ভারত,আফগানিস্তান,পাকিস্তান,সৌদি আরব,আমেরিকা প্রায় সব দেশের চ্যানেল পাবেন। আর এসব চ্যানেল আপনি একদম ফ্রি দেখতে পারবেন, কোন একাউন্ট খোলার প্রয়োজন নেই। শুধু ডাউনলোড করুন আর প্লে করুন।আর এর ভিডিও কোয়ালিটি খুব ভালো, এটাতে ভিডিও কোয়ালিটি আপনি 1080P পর্যন্ত দেখতে পারবেন। ভালো ভিডিও এবং অডিও কোয়ালিটি। তবে আপনি যদি মোবাইল ডাটা দিয়ে টিভি দেখেন তবে আপনার অনেক মেগাবাইট খরচ হবে তাই ওয়াইফাই থাকলে ভালো হয়। তো এই অ্যাপটার কিছু স্ক্রিনশট দেখে নিনঃ

আশা করি ভালো লেগেছে।তো আর দেরি না করে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
Name: Live Net Tv
Size: 13 MB
Download: Click Here To Download
আজকে এপর্যন্তই, কোন সমস্যা হলে কমেন্ট করুন অথবা আমাদের Facebook Page এ মেসেজ করুন।ভালো লাগলে পোস্ট টা শেয়ার করবেন।

Post a Comment

2 Comments