Responsive Ad

মোবাইল Brightness ফুল কমানোর পরও আরো কমান


আসসালামুআলাইকুম,কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক কাজের একটা সফ্টওয়্যার নিয়ে এসেছি।আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তারা অনেক সময় মোবাইল এর আলো কমিয়ে ব্যবহার করে থাকি। বিশেষ করে রাতের বেলা মোবাইল এর আলো কমিয়ে ব্যবহার করলে চোখের ক্ষতি হয়না।রাতে অথবা আলো কম এমন জায়গায় আলো বাড়িয়ে মোবাইল ব্যবহার করলে চোখের অনেক ক্ষতি হয়। যেমনঃ চোখ ব্যাথা করে,চোখ দিয়ে পানি পরে,চোখ লাল হয়ে যায়,চোখ চুলকায়,চোখে ঘোলা দেখা,দুরের জিনিস দেখতে সমস্যা হওয়া,ছোট লেখা পড়তে সমস্যা ইত্যাদি। তাছাড়া অনেক এন্ড্রয়েড মোবাইল আছে যেগুলোর আলো একদম কমিয়ে দিলেও আলো অনেক বেশি থাকে। বিশেষ করে Samsung মোবাইল গুলোর আলো অনেক কমানো যায়,তাই এটা Samsung এর অনেক ভালো একটা ফিচার। অন্যান্য মোবাইল গুলোর আলো কমালেও তেমন কমে না। আলো কমিয়ে মোবাইল ব্যবহার করলে, মোবাইল এর চার্জও বাঁচানো যায়। তবে যাদের মোবাইল এ আলো খুব বেশি কমানো যায় না তাদের চিন্তার কোন কারন নেই। আজকে যে এপটা নিয়ে এসেছি, এটা দিয়ে মোবাইল এর Brightness একদম কমানোর পরও আরো কমাতে পারবেন। যার ফলে ব্যাটারি ব্যাকাপ ভালো পাবেন এবং রাতের বেলা মোবাইল ব্যবহার করতে কোন সমস্যা হবেনা। তো প্রথমে নিচের লিংক থেকে সফ্টওয়্যারটা ডাউনলোড করে নিন।
Click Here To Download
আর এটার বারতি আরেকটা সুবিধা হলো এপটার সাইজ মাত্র ৫৩০ কেবি এবং কোন এড নেই। তাই এটা মোবাইল এর জায়গা ও র্যাম খুব কম ব্যবহার করবে সুতরাং মোবাইলও স্লো হবার কোন ভয় নেই। এপটা ডাউনলোড করে ইনষ্টল করার পর নিচের মত দেখতে পাবেন। আপনার কোন সেটিং করা লাগবেনা শুধু Start বাটন এ ক্লিক করে ইচ্ছা মত Brightness সেট করে নিন।তাছাড়া আপনি ইচ্ছা করলে বাড়তি কিছু সেটিং করতে পারবেন। নিচে একটা ছবি দিলাম।
আশা করি এই পোস্ট টা আপনাদের অনেক কাজে লাগবে, পোস্ট টা যদি আপনার কোন কাজে লাগে তাহলে প্লিজ পোস্ট টা বন্ধুদের সাথে শেয়ার করুন।আর কোন সমস্যা হলে কমেন্ট করুন অথবা আমাদের Facebook Page এ মেসেজ করুন।
সবশেষে একটা কথা, মোবাইল যতটা সম্ভব কম ব্যাবহার করবেন এবং রাতে মাথার কাছে মোবাইল রেখে ঘুমাবেন না। মোবাইল আমাদের শারীরিক ও মানসিক অনেক ক্ষতি করে

Post a Comment

0 Comments