
বর্তমান সময়ে ছোটবড় প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করি আর এই ইন্টারনেট ব্যবহার করতে করতে মাঝে মাঝে হঠাৎ করে বিভিন্ন অশ্লীল জিনিস আমাদের সামনে চলে আসে,যার ফলে আমাদের মন খারাপ কাজের দিকে চলে যায়।তাছাড়া এই ডিজিটাল যুগে ফ্যাশন এর নামে ছোট ছোট পোষাল পড়ে মেয়েরা অশ্লীলতা শুরু করেছে যা যেকোন যুবক এর চোখে পরলে সেই যুবকের মন খারাপ কাজের দিকে ধাবিত হয়।এই খারাপ কাজ ও অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।এইসব খারাপ প্রবৃত্তি,অশ্লীলতা থেকে নিজেকে দুরে রাখতে হলে সবার আগে নিজের মনকে শক্ত করতে হবে।নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ ও আল্লাহ ও রাসুল (সাঃ) এর দেখানো পথে চলতে হবে।তাছাড়া অশ্লীলতা,পর্নোগ্রাফি,পরনারীর প্রতি কুদৃষ্টি,মনের কু প্রবৃত্তি সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য হাদিসে একটি দোয়া আছে।হাদিসে উল্লেখিত দোয়াটি নামাজের সেজদায় বেশি বেশি পড়াই সর্বোত্তম।দোয়াটি হলোঃ
ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍِﻧِّﻰ ﺃَﻋْﻮْﺫُﺑِﻚَ ﻣِﻦْ ﻣًﻨْﻜَﺮَﺍﺕِ ﺍﻷﺧْﻠَﺎﻕِ ﻭَ ﺍﻟْﺄﻋْﻤَﻞِ ﻭَ ﺍﻟْﺄﻫْﻮَﺍﺀِ
উচ্চারণঃ ”আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুংকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি।”
অর্থ ”হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আশ্রয় চাই।” (তিরমিজি)।
আমাদের Facebook Page
Post a Comment
0 Comments