
বর্তমান সময়ে গেমস খেলেনা এরকম মানুষ খুজে পাওয়া মুশকিল।ছোট থেকে বড় সবাই এখন গেমস খেলে থাকে।ইদানীং এন্ড্রয়েড ফোন বা স্মার্টফোন সকলের হাতেহাতে চলে এসেছে তাই গেমিং হয়ে গিয়েছে আরো সহজ।কাজের ফাঁকে ফাঁকে কাজের একঘেয়েমি দূর করতে বা ট্রাফিক জ্যামে বসে গেম খেলতে দেখা যায় অনেককে।তাছাড়া বিশেষ করে যুবক বয়সের ছেলেদের মেয়েদের থেকে বেশি গেমস খেলতে দেখা যায়।এছাড়া আছে প্রফেশনাল গেমার।আজ এদের কথা না বলি।আজকে কথা বলব বর্তমান সময়ে খুব জনপ্রিয় ২টি গেমস নিয়ে,যেগুলো কম্পিউটার,কনসোল,মোবাইল ইত্যাদি সকল প্ল্যাটফর্ম এই খেলা যায়।তবে বর্তমান সময়ে মোবাইল গেমিং খুবই জনপ্রিয়,বিশেষ করে এন্ড্রয়েড মোবাইল এর জনপ্রিয়তার জন্য।তাহলে চলুন আমরা সেই গেমস গুলো সম্পর্কে জেনে নেই।
PUBG:

আমি এখানে সবার আগে Pubg রাখলাম কারন এই গেমসটি বর্তমানে খুবই জনপ্রিয় এবং সবার কাছে পরিচিত একটি নাম।এর পূর্ণ রূপ হলোঃ Player Unknowns Battleground.. এই গেমসটির নির্মাতা হলো
Tencent Games.আর এই গেমসটি আপনি মোবাইল,কম্পিউটার ও কনসোলে খেলতে পারবেন।এটি একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেমস।গেমসটির গ্রাফিক্স অসাধারণ।এখানে আপনি খেলার জন্য ৩টি অপশন পাবেন (Solo,Duo,Squad).এখানে আপনাকে আরো ৯৯ জন প্লেয়ার এর সাথে মোট ১০০ জনকে বিমানে করে একটি দ্বীপে নামিয়ে দেয়া হবে এবং সেখানে নেমে আপনাকে বন্দুক,বুলেট ইত্যাদি খুজে বের করে এগুলো দিয়ে শত্রুকে মারতে হবে।সবাইকে মরে যে শেষ পর্যন্ত থাকতে পারবে সে হবে জয়ী।
এই গেমসটি কম্পিউটার ভার্সন রিলিজ হয় ২০-১২-২০১৭ সালে,মোবাইল এর জন্য রিলিজ হয় ৯-০২-১৮ সালে এবং কনসোল এর জন্য রিলিজ হয় ৪-০৯-১৮ সালে।এি গেমসটি আপনি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন।গেমসটি খেলার জন্য আপনার মোবাইল এর র্যাম সর্বনিম্ন ২ জিবি হতে হবে।প্লে স্টোরে এর মোট ডাউনলোড ১০০ মিলিয়ন এর চেয়েও বেশি এবং এর সাইজ ১.4 জিবি।
Free Fire:

এই গেমসটিও ঠিক Pubg এর মত তবে এটি শুধু মোবাইল এর জন্য রিলিজ হয় কিন্তু আপনি ইচ্ছে করলে কম্পিউটারেও খেলতে পারবেন ইমুলেটর ব্যাবহার করে।
এই গেমসটির গ্রাফিক্স ততটা ভালো নয় তবে খুব কম সাইজ এর মধ্যে খুব ভালো গ্রাফিক্স আপনি গেমটি খেললে বুঝতে পারবেন।
এখানে আপনাকে একটি প্লেনে করে মোট ৫০ জন প্লেয়ারকে দ্বীপে নামিয়ে দেয়া হবে সেখানে আপনাকে Pubg এর বন্দুক,বুলেট সংগ্রহ করে শত্রুকে মারতে হবে।এখানেও খেলার জন্য আপনি তিনটি অপশন পাবেন (Solo,Duo,Squad) এবং ২টি ম্যাপ পাবেন।
এই গেমসটির নির্মাতা হলো
Garena..গেমসটি রিলিজ হয় নভেম্বর ২০,২০১৭ সালে,এর সাইজ ৩৮৬ এমবি এবং মোট ডাউনলোড ১০০ মিলিয়ন এর চেয়েও বেশি।প্লে স্টোরে সার্চ করলে গেমসটি পেয়ে যাবেন।
এই গেমসগুলো ছাড়াও আরো অনেকগুলো গেমস বর্তমানে খুব জনপ্রিয়,এগুলোর নাম আমি নিচে দিয়ে দিচ্ছি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন।
1. Mobile Legends2. Modern Combat 53. Mini Militia4. Asphalt Nitro5. Asphalt 8 Airborne6. Fortnite Battle Royal7. Clash Of Clans8. Clash Royal9. Green Farm10. Real Racing 311. Heroes Arena12. Hopeless Land13. Rules Of Survival14. Crossfire15. Super Mario Run 16. Cover Fire17. Sniper Fury18. Simcity Buildit19. Pes20. Wcc221. Dream League Soccer22. Lodo King23. Asphalt 9 Legends24. Last Day On Earth Survival25. Angry Shark Evolution26. Subway Surf27. Temple Run Oz28. Temple Run 229. Angry Birds30. Candy Crush31. Homescapes পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম আরো পোস্ট পেতে এসাইটে প্রতিদিন ভিজিট করুন ও ভালো লাগলে পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করুন।
Post a Comment
2 Comments
bb racing Android
ReplyDeleteকমেন্ট করার জন্য ধন্যবাদ
ReplyDelete