Responsive Ad

Blogger ব্লগে কিভাবে Custom robots.txt এড করবেন?

সাইটে ভালো ভিজিটর পাওয়ার জন্য প্রয়োজন ভালো কন্টেন্ট এবং প্রয়োজন ভালোমানের SEO (Search Engine Optimization) আর ভালোমানের SEO করতে হলে প্রয়োজন robot.txt
ব্লগার সাইটে ডিফল্ট ভাবে robots.txt Disabled করা থাকে এটাকে আমাদের এনেবল করে তারপর কাস্টম robots.txt এড করতে হয় তবে robots.txt এড করার আগে জানা প্রয়োজন যে robots.txt কি? এর কাজ কি?

robots.txt কি?

robots.txt হলো এমন একটা ফাইল যা সার্চ ইন্জ্ঞিনকে বলে দেয় যে আপনার সাইটের কোন পেইজগুলো সার্চে দেখাতে হবে এবং কোনগুলো দেখাতে হবে না।সার্চ ইন্জ্ঞিন এর রোবট যখন আপনার সাইট ভিজিট করে তখন আপনার সাইটে থাকা robots.txt ফাইলটা থেকে সে সাহায্য নেয়।তাই সাইটে robots.txt ফাইল থাকা খুবই গুরুত্বপূর্ণ।

যেভাবে Blogger ব্লগে Custom robots.txt এড করবেনঃ

১. প্রথমে আপনার Blogger Dashboard এ চলে যান তারপর Settings >> Search Preferences এ যান ২. তারপর Crawlers and indexing >> Custom robots.txt >> Edit >> Yes এ ক্লিক করুন ৪. ক্লিক করার পর একটা খালি বক্স আসবে,বক্সটাতে নিচের কোডটা পেস্ট করে Save এ ক্লিক করুন।
User-agent: Mediapartners-Google Disallow: User-agent: * Disallow: /search Allow: / Sitemap: http://www.example.blogspot.com/feeds/posts/default?orderby=UPDATED

৫. http://www.example.blogspot.com এর জায়গায় আপনার ব্লগের এড্রেসটা দিয়ে দিবেন,না বুঝলে নিচের ছবিটা দেখুন। আমাদের কাজ শেষ।

কিভাবে robots.txt চেক করবেনঃ

robots.txt ফাইল চেক করার জন্য আপনার ব্লগ এড্রেস এর শেষে /robots.txt লিখে দিলেই হবে।যেমনঃ http://www.bengalitut.com/robots.txt
সব কাজ শেষ,আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন,তবুও যদি কোন জায়গায় বুঝতে সমস্যা হয় তবে কমেন্ট করে জানান।

Post a Comment

0 Comments