Responsive Ad

Freenom থেকে নেওয়া ফ্রি ডোমেইন (Tk/Ml/Ga/Gq/Cf) দিয়ে কি অ্যাডসেন্স পাওয়া সম্ভব?

আমাদের মধ্যে অনেকেই আছে যারা হাজার চেষ্টার পরও অ্যাডসেন্স এপ্রুভ করতে পারেনি।আগে বাংলা ব্লগে অ্যাডসেন্স এপ্রুভ করতো না কিন্তু এখন গুগল বাংলা ওয়েবসাইট ও ব্লগেও অ্যাডসেন্স দিচ্ছে।আজকের বিষয় হলো Freenom.Com থেকে নেওয়া ফ্রি ডোমেইন।যেমনঃ Tk/Ml/Cf/Gq/Ga এগুলো দিয়ে কি অ্যাডসেন্স পাওয়া সম্ভব?
অবশ্যই সম্ভব,১০০% সম্ভব।আপনি হয়তো অনেকের কাছে শুনে থাকবেন যে গুগল ডট কম (.Com) ডোমেইন অর্থাৎ পেইড ডোমেইন ছাড়া অ্যাডসেন্স এপ্রুভ করে না।আচ্ছা ধরে নিলাম পেইড ডোমেইন ছাড়া অ্যাডসেন্স এপ্রুভ করে না,তাহলে অনেক সময় ডট কম বা ডট নেট ডোমেইন বা পেইড ডোমেইন দিয়ে অ্যাডসেন্স আবেদন করার পরও কেন এপ্রুভ হয় না?
আসলে গুগল ডোমেইন এর উপর নির্ভর করে আপনাকে অ্যাডসেন্স দেয়না,গুগল দেখে আপনার সাইটের কোয়ালিটি, সাইটের ভিজিটর,সাইটে কতটা ইউনিক পোস্ট আছে এগুলো।আপনি যদি গুগল অ্যাডসেন্স এর সকল নিয়ম মেনে আবেদন করেন তাহলে আপনি অ্যাডসেন্স এপ্রুভ পাবেন আমি শিওর,হোক সেটা সাবডোমেইন (yousite.blogspot.com) অথবা ফ্রি ডোমেইন।এককথায় গুগল অ্যাডসেন্স পেতে হলে আপনাকে সাইটের কোয়ালিটি মেনটেন করতে হবে।আপনি কোন TLD (Top Level Domain) ব্যাবহার করছেন এটার উপর অ্যাডসেন্স এপ্রুভ পাবেন কি পাবেন না তা আটকে থাকবে না।আমি নিজে দেখেছি অনেকে .Tk .Ga ডোমেইন দিয়ে অ্যাডসেন্স পেয়েছে।এমনকি অনেকে বাংলা ওয়েবসাইটেও পেয়েছে।তবে একটা কথা আছে,এসব ফ্রি ডোমেইন।যেমনঃ Tk/Ml/Ga/Cf/Gq এগুলো দিয়ে প্রচুর ধোঁকাবাজি বা Scam সাইট করে মানুষকে হয়রানি করা হয়,কারন এ ডোমেইন গুলো সহজলভ্য টাকা দিয়ে কিনতে হয়না।তাই এসব ডোমেইন দিয়ে গুগল অ্যাডসেন্স আবেদন করার সময় আপনার একটু বারতি সতর্কতা অবলম্বন করতে হবে।তবে চিন্তা করার কোন কারন নেই গুগল ভালো করেই জানে কোন সাইট Scam আর কোনটা আসল,গুগল ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করার পরই একটা সাইটকে এপ্রুভ করে,এজন্যই আবেদন করার সাথে সাথেই একাউন্ট এক্টিভ হয় না,এক থেকে সাতদিন সময় লাগে সাইট এপ্রুভ হতে।ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স এপ্রুভ পেতে হলে কতকগুলো শর্ত মানতে হয়,শর্তগুলো নিচে তুলে ধরা হলো।

অ্যাডসেন্স পাবার শর্তসমূহঃ

১. অ্যাডসেন্স পাবার জন্য আপনার ওয়েবসাইট বা ব্লগের বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে,ব্যাতিক্রম হতে পারে যদি আপনি আপনার সাইটটাকে ইউনিক ভাবে সাজাতে পারেন।আমি এমন অনেক বাংলা ওয়েবসাইট দেখেছি যারা মাত্র ২০ দিনে অ্যাডসেন্স পেয়েছে।
২. আপনার সাইটে কমপক্ষে ২০-৩০ টা ইউনিক পোস্ট থাকতে হবে এবং পোস্ট গুলো ক্যাটাগরির সাথে মিল থাকতে হবে।সাইটে কোন কপি পোস্ট থাকলে হবে না,গুগল কপিপেস্ট পছন্দ করে না।
৩. আপনার সাইটে যদি অন্যকোন এডনেটওয়ার্ক এর এড ব্যাবহার করেন তবে অ্যাডসেন্স আবেদন করার আগে সেই এডগুলো রিমুভ করে নিতে হবে।
৪. সাইটে হ্যাকিং রিলেটেড পোস্ট বা এডাল্ট পোস্ট থাকতে পারবে না।
৫. সাইটের হোম পেইজ বা ল্যান্ডিং পেইজ সিম্পল রাখুন এবং সাইটের লোডিং টাইম কম হতে হবে,লোডিং টাইম ৩ সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করুন।গুগল ও ভিজিটররা স্লো সাইট পছন্দ করে না
৬. অ্যাডসেন্স এর কোড সঠিকভাবে সাইটে বসাতে হবে।
সব নিয়ম মেনে আবেদন করলে গুগল সাধারণত ৭-১০ দিন সময় নেয় সাইট রিভিও করার জন্য।
বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি,কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।

Post a Comment

0 Comments