Blogger Zone
Freenom থেকে কিভাবে ফ্রি ডোমেইন নিবেন এবং কিভাবে তা Blogger সাইটে সেট করবেন - সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল

ব্লগে কাস্টম ডোমেইন যোগ করা মানে সার্চ ইন্জ্ঞিনে আরো ভালো র্যাংক (Rank) পাওয়া এবং সাইটকে আরো প্রফেশনাল মনে হয়।তাছাড়া ব্লগারে প্রথম ব্লগ খোলার পর সাবডোমেইন থাকে।যেমনঃ yoursite.blogspot.com কিন্তু কাস্টম ডোমেইন এড করলে সাইট সাবডোমেইনে থাকেনা।সার্চ ইন্জ্ঞিনে ভালো র্যাংক পাবার জন্য একটা টপ লেভেল এর ডোমেইন সেট করা প্রয়োজন।আপনি টাকা দিয়ে জনপ্রিয় বিভিন্ন কাস্টম ডোমেইন কিনতে পারবেন।যেমনঃ .Com .Net .Org অথবা ফ্রিতেও আপনি কিছু কাস্টম ডোমেইন নিতে পারবেন।যেমনঃ Tk/Cf/Ga/Ml/Gq ইত্যাদি।এগুলো আপনি Freenom.Com থেকে নিতে পারবেন।
আজকে আমি দেখাবো কিভাবে Freenom থেকে ফ্রিতে একটা ডোমেইন রেজিস্টার করবেন এবং কিভাবে তা আপনার ব্লগার ব্লগে সেট করবেন।তাহলে চলুন শুরু করা যাক।
Freenom থেকে কিভাবে ফ্রি ডোমেইন রেজিস্টার করবেনঃ
Freenom থেকে আপনি Tk/Ml/Ga/Gq/Cf ডোমেইন একদম ফ্রিতে রেজিস্টার করতে পারবেন ১ বছরের জন্য।নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করুন। ১. প্রথমে Freenom.Com এ যান।আপনার পছন্দমত একটি ডোমেইন নাম লিখে সার্চ করুন,ডোমেইনটি যদি এভাইলেবল হয় তাহলে Add to Cart এ ক্লিক করলে তা কার্টে এড হয়ে যাবে তারপর Checkout এ ক্লিক করুন।


Freenom ডোমেইন কিভাবে Blogger এ সেট করবেনঃ
১. প্রথমে Blogger Dashboard এ চলে যান তারপর Settings এ ক্লিক করুন।এখানে একটা লেখা দেখতে পাবেন "+Set up a third-party URL for your blog" এটাতে ক্লিক করুন।


216.239.32.21
216.239.34.21
216.239.36.21
216.239.38.21
216.239.34.21
216.239.36.21
216.239.38.21
নিচের ছবির মত রেকর্ড গুলো করে Save ক্লিক করুন।
বিঃদ্রঃ CName গুলো স্টেপ ২তে যে ২টা রেকর্ড আমরা পেয়েছিলাম সেগুলো কপি করে এনে ছবির মত করে সেট করবেন।


আজকের মত এখানেই শেষ করছি,কোনকিছু বুঝতে সমস্যা হলে কেমেন্ট করুন অথবা আমাদের Facebook Page এ মেসেজ করুন।
Post a Comment
1 Comments
how to set free domain in blogger
ReplyDelete