bluetooth দিয়ে ইন্টারনেট চালান
Wifi Connect থাকা মোবাইল থেকে Bluetooth এর মাধ্যমে অন্য মোবাইলে ইন্টারনেট ব্যাবহার করুন

মনে করুন আপনার বন্ধুর মোবাইলে একটা Wifi কানেক্ট করা আছে কিন্তু আপনি তার পাসওয়ার্ড জানেন না এবং আপনিও চান ঐ Wifi টা ব্যবহার করতে। তাহলে আজকের পোস্ট টা আপনার জন্যই। আজকে দেখাবো কিভাবে Wifi Connected মোবাইল থেকে Bluetooth এর মাধ্যমে অন্য একটা মোবাইলে ইন্টারনেট চালাবেন। আর কথা না বলে চলুন শুরু করা যাক।
প্রথমে Wifi Connected মোবাইল এর Settings এ চলে যান তারপর নিচের ছবি গুলো ফলো করুন।


তারপর Bluetooth Tethering টা অন করে দিন।

এবার যে মোবাইলে ইন্টারনেট চলাবেন ঐ মোবাইল এর Bluetooth চালু করুন এবং Wifi Connected মোবাইল এর সাথে Pair বা Connect করুন। এবার নিচের মত Settings icon এ ক্লিক করুন

এবার Internet Access টা চালু করেদিন।

ব্যস কাজ শেষ, এবার ইচ্ছা মত ইন্টারনেট চালাতে থাকুন। মোবাইল যদি ভালো হয় তাহলে ভালো স্পিড পাবেন।
Post a Comment
2 Comments
nice post.. it working
ReplyDeleteThank you for comment ..
DeleteStay with us