Education Zone
কিভাবে সবার আগে মার্কশিট সহ SSC Result দেখবেন

SSC পরীক্ষার ফলাফল হচ্ছে বাংলাদেশের শিক্ষা বোর্ড দ্বারা প্রকাশিত সবচেয়ে বড় ফলাফল। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষনা করার পর মোবাইলে এসএমএস এর মাধ্যমে, নিজের ইন্সটিটিউট থেকে এবং অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল পেতে পারেন। দুপুর ১২ টার পর থেকে মোবাইলে এসএমএস এবং ইন্সটিটিউট এর মাধ্যমে পেতে পারেন এবং দুপুর ২ টার পর থেকে অনলাইনে ফলাফল দেখতে পারেন। তবে তাৎক্ষণিক ভাবে শুধু ফলাফল পয়েন্ট/গ্রেড জানতে পারবেন। বিস্তারিত মার্কশীট সহ ফলাফল বিকাল ৫ টার পর থেকে অনলাইনে ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
সুতরাং বলা যায় SSC রেজাল্ট দেখা যাবে তিনটি পদ্ধতিতে।
১) নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে
২) মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে
৩) অনলাইনে
আজকে আমি দুই টি পদ্ধতিতে দেখিয়ে দিবো তা হচ্ছে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ও অনলাইনে
তো শুরু করা যাক।
পদ্ধতি-১
নিচের দুই টা লিঙ্ক থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে।উপরের লিংকে যাওয়ার পর নিচের মত একটা পেইজ পাবেন। সেখানে নির্দেশনা অনুযায়ী কাজ করুন রেজাল্ট পেয়ে যাবেন।

উপরের লিংকে যাওয়ার পর নিচের মত একটা পেইজ পাবেন। সেখানে নির্দেশনা অনুযায়ী কাজ করুন রেজাল্ট পেয়ে যাবেন..

এাছাড়া নিজ নিজ শিক্ষাবোর্ড এর ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখতে পারবেন। নিচে সকল শিক্ষাবোর্ড এর লিংক দেওয়া হলো।
পদ্ধতি-২ঃ
মোবাইলে SMS এর মাধ্যমে SSC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতিঃ>> মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে
SSC একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর তারপর আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার সাল।
এরপর সর্বশেষ মেসেজটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
কিছুক্ষন পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
বোঝার সুবিধার জন্য নিচে একটি উদাহরণ দেখানো হলঃ
SSC DIN 657579 2019
SEND TO 16222
কোনো কিছু না বুঝতে পারলে Comment করবেন।
Education Zone
how to see ssc result with marksheet
ssc result 2019
ssc result 2019 marksheet
মার্কশিট সহ এসএসসি রেজাল্ট
Post a Comment
1 Comments
ssc examination result with marksheet 2019
ReplyDelete