
আজকে দেখাবো কিভাবে আপনার Blogger ব্লগটিকে গুগল ওয়েবমাস্টার এ যোগ করবেন। সাইটে যদি ভিজিটর না থাকে তবে এ সাইটের কেন দাম নেই।সাইটে ভিজিটর বাড়ানোর জন্য প্রয়োজন ভালো ভালো পোস্ট এবং সার্চ করলে যেনো সাইটের পোস্ট গুগলে দেখায় তার জন্য আপনার সাইটটিকে গুগলে সাবমিট করা প্রয়োজন।আপনি খুব সহকেই এ কাজটি করতে পারবেন,শুধু পোস্ট টি ভালো ভাবে লক্ষ করুন।তাহলে চলুন আমরা শুরু করি।
১. প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন
Search Console অথবা
এখানে ক্লিক করুন।ক্লিক করার পর একটা পেইজ আসবে সেখানে একটা লেখা পাবেন Start Now. এই লেখাটাতে ক্লিক করুন।
২. তারপর একটা খালি ঘর পাবেন সেখানে আপনার সাইটের এড্রেস টা দিয়ে সাবমিট করুন।যেমনঃ http://www.bengalitut.com

৩. এবার আপনার সাইটটাকে ভেরিফাই করতে হবে।সাবমিট করার পর নিচের মত একটা পেইজ আসবে।

এ পেইজটা স্ক্রল করে একটু নিচের দিকে যান এবং Html Tag এ ক্লিক করুন।

৪. Html Tag এ ক্লিক করার পর একটা কোড পাবেন,কোডটা কপি করে নিন।

৫. এবার আপনার
Blogger Dashboard এ চলে যান।এরপর Settings >> Theme >> Edit Html এ ক্লিক করুন এবং

এই ট্যাগ এর ভিতরে আপনার কপি করা কোডটা বসিয়ে দিন এবং Save Theme এ ক্লিল করুন।


আমাদের কাজ শেষ।
গুগলে সাথে সাথে সাইট সো করবে না একটু সময় লাগবে। সাইট সাবমিট করার ১-২ ঘন্টা পর গুগলে গিয়ে সার্চ করে দেখুন আপনার সাইট সো করছে।
আশা করি বুঝতে পেরেছেন,তবুও যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করুন।ভালো লাগলে পোস্ট টা শেয়ার করবেন।
Post a Comment
1 Comments
Nice post thanks
ReplyDelete